কাজ শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বরে
নতুন ৬২টি সাশ্রয়ী মূল্যের বাড়ি নির্মাণ হচ্ছে বো এলাকায়

৪ হাজার নতুন ঘর তৈরির প্রতিশ্রুতির অংশ হিসেবে এক ধাপ এগিয়ে গেল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। বো এলাকার আর্নেল্ড রোডে নির্মাণ করা হচ্ছে ৬২টি নতুন আবাসিক ইউনিট, যার সম্পূর্ণ অর্থায়ন করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।
নির্মাণকাজ পরিচালনা করছে জ্যারান ফকস কনস্ট্রাকশন কোম্পানি, আর ভবনগুলো তৈরি হচ্ছে শতভাগ সাশ্রয়ী মূল্যে। উইলিয়াম ব্রিনসন সেন্টারে তৈরি হচ্ছে এই আবাসন প্রকল্পটি, যেখানে থাকছে—
-
১ বেডরুম: ১৬টি
-
২ বেডরুম: ১৪টি
-
৩ বেডরুম: ২০টি
-
৪ বেডরুম: ১২টি
এর মধ্যে দুটি ব্লকে থাকছে ৬টি হুইলচেয়ার অ্যাক্সেসযোগ্য ফ্ল্যাট। এছাড়াও, নিচতলায় স্থানীয় ব্যবসায়ীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫টি বাণিজ্যিক ইউনিট।
২০২৫ সালের ডিসেম্বরে এসব বাড়িতে নতুন বাসিন্দারা উঠতে পারবেন বলে আশা করা হচ্ছে।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান নতুন ভবনের ছাদের ঢালাই কাজের সূচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জ্যারান ফকস কনস্ট্রাকশনের ডিএমডি জনাথন জ্যারান ও কাউন্সিলের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।
মেয়র বলেন, “আমাদের কমিউনিটির জন্য আধুনিক এবং সাশ্রয়ী মানের বাড়ি নির্মাণ করে দিতে পারাটা গর্বের বিষয়।”
তিনি আরও যোগ করেন, “এই প্রকল্পে কোনো বেসরকারি অর্থায়ন নেই—পুরোটাই কাউন্সিলের নিজস্ব উদ্যোগে তৈরি হচ্ছে, যা একশভাগ এফোর্ডেবল হাউজিং।”
বর্তমানে টাওয়ার হ্যামলেটস এলাকায় প্রচুর মানুষ উপযুক্ত বাসস্থানের অভাবে ঠাসাঠাসি করে কিংবা অযোগ্য পরিবেশে বাস করছেন। এই নতুন প্রকল্প তাদের জন্য একটি বড় স্বস্তি বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।