নওগাঁর রাণীনগরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে রোববার সকাল ১০ টায় উপজেলার একটি হোটেলে শুরু হয় এ সভা। বাবু চন্দন কুমার মহন্তের
সভাপতিত্বে ও উপজেলা সমন্বয়কারী পাভেল রহমানের সঞ্চালনায় ত্রৈমাসিক সভায় বক্তব্য
পিএফজির বিভাগীয় কো অর্ডিনেটর রাখেন এসএম শফিকুল ইসলাম।ফিল্ড কো অর্ডিনেটর মোঃ হেলালুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক,রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
রাজনৈতিক,সামাজিক,ধর্মীয় সর্বস্তরের মানুষের মাঝে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে আসছে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)।
এ দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একযোগে চলে এ আলোচনা সভা এ সময় সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কথা হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে কমিটির নতুন দায়িত্বেও আসে রদ-বদল। নতুনভাবে উপজেলা সমন্বয়কারী হিসেবে পাভেল রহমান, বিএনপির পক্ষে অ্যাম্বাসেডর এসএম ফজলুল বারী হারুন, জামায়াতের পক্ষে অ্যাম্বেসেডর হারুনুর রশিদ ও মহিলাদের পক্ষে রোকেয়া সুলতানা নির্বাচিত হন এবং দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় সিভিল সোসায়াইটির দায়িত্ব দেয়া হয় বাবু চন্দন কুমার মহন্তকে।
সভা শেষে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতা আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতেও পিএফজি তাদের কার্যক্রম অব্যাহত রাখবে দেশের কল্যাণে।