দোহারে বিএনপির বর্ষীয়ান নেতা হারুণ মাস্টার কে গুলি করে হত্যা

আজ সকালে দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বার্হ্রা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে বিএনপি‘র সাবেক সভাপতি হারুণুর রশিদ ওরফে হারুণ মাস্টারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সকালে ফজরের নামাজ পরে প্রতিদিনের মতোই যখন বার্হ্রা স্কুলের নিকটে যাচ্ছিলেন তখন হঠাৎ ৩ জন অজ্ঞাত যুবক এসে তাঁকে একের পর এক গুলি করতে থাকে, গুলির শব্দ পেয়ে আশেপাশের লোকজন তাকে দোহার স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যায়। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ।
চিকিৎসক নুসরাত তারিন জানান, ” তাঁর মাথা , ঘাড় ও শরীরে মোট ৬ টি গুলি করা হয়েছে। ” তাঁর হত্যার বিষয়ে জানতে চাইলে , ভাতিজা মো : শাহিন বলেন , ” আমার কাকা একজন ভালো মনের মানুষ ছিলেন । কিন্ত এলাকার কিছু মানুষ তার ভালো কাজগুলোকে সহ্য করতে পারতোনা , তাই তাঁকে এভাবে নি:সংশভাবে গুলি করে হত্যা করা হয়েছে । তবে আমার কাকার খুনীর ফাঁসি চাই । খুনী যেই হোক তাকে যেন অতি দ্রুতই আইনের আওত্তায় আনা হয় এবং সুষ্ঠ বিচার করা হয় । “
অন্যদিকে স্থানীয়সূত্রে জানা যায় যে , কিছুদিন পূর্বে নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির অন্য গ্রুপ এর সাথে মরহুম হারুণ মাস্টারের দ্বন্দ হয়েছিল
এ ছাড়াও পদ্মা নদীতে বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ হয়েছিল । যার দরুন ; তাঁর আত্নীয়-স্বজনরা মনে করছেন যে , ঐ শত্রুতার জের থেকেই হয়তো উনাকে হত্যা করা হয়েছে ।দোহার থানার ওসি ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন । তিনি বলেন , “ অনুসন্ধান করলেই হয়তোবা আসল সত্যিটা সামনে চলে আসবে।”