বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ফ্যাসিবাদী সরকারের পতনের জন্য সুদূর প্রবাস থেকে তারেক রহমান তার মেধা ও মননের সাহায্যে নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের রাজনৈতিক দলগুলোকে ঐক্যের ডাক দিয়েছিলেন। একসময় ছাত্র ও জনতার আন্দোলন সহ্য করতে না পেরে ফ্যাসিবাদী সরকারের প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
শনিবার (১৮ জানুয়রি) দুপুরে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দায় নাজিরপুর ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেছেন।
তিনি আরো বলেন, বিএনপির নেতা তারেক রহমান দেশ ও দেশের মানুষকে ভালোবাসেন। প্রবাসে বসবাস করলেও মানুষের কাছে তিনি এখনো প্রিয় নেতা হিসেবে আছেন।আইনের শাসনের প্রতি বেশ আস্থাশীল।তিনি আইন ও আদালতের প্রতি আস্থাশীল। তিনি আইনের শাসনে বিশ্বাসী ।তাঁর মামলা আইনগতভাবেই পদক্ষেপ নেওয়া হচ্ছে । মামলায় তারেক জিয়ার দেশে আসার কোন বাধা নেই।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির কাছে সবচেয়ে প্রিয় নেত্রী। তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন। তারেক রহমানের একদিকে দেশপ্রেম ও অপরদিকে মাতূপ্রেম। মায়ের চিকিৎসার জন্য যথেষ্ট যত্নশীল।মা খালেদা জিয়া সুস্থ হলে তিনি দেশে ফিরে আসবেন।দেশে আসার ব্যাপারে তার কোন আইনি বাধা নেই।
কলমাকান্দা ঈদগাহ ময়দানে বিনামূল্যে ক্যাম্পে চার হাজারের অধিক মানুষ নিবন্ধন করেছেন।এসব অসুস্থ মানুষের চিকিৎসা সেবা প্রদান করেন শিশু, মহিলা, মেডিসিন, চর্মরোগ ও হার্ট বিশেষজ্ঞ ডাক্তার। প্রেসক্রিপশন অনুযায়ী সবাইকে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।