দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে লালবাগ থানা ছাত্রদলের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) লালবাগ থানা ছাত্রদলের সভাপতি আফতাব ইয়াকিনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় অত্র থানা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হাজী, সাংগঠনিক সম্পাদক ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি এবং রমজান আলী, স্বেচ্ছা বিষয়ক সম্পাদক ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি।
ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে এ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী দিনে পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।