নেত্রকোণার দুর্গাপুরে আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরি এর আয়োজনে শুক্রবার (৭ নভেম্বর) উপজেলার শ্যামনগর গ্রামে এই উৎসব অনুষ্ঠিত হয়। এতে হাজং সম্প্রদায়ের হাজারো নারী পুরুষ অংশগ্রহণ করেন।
দেউলী উৎসব উদ্বোধন করেন আদিবাসী নেতা,লেখক ও গবেষক মতিলাল হাজং।
এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি সকলের সমতায় বিশ্বাসী। এই আদিবাসী,পাহাড়-সমতল-জনপদ সকল জনগোষ্ঠীকে একত্রিত করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকলকে পরিচিতি দিয়েছিলেন বাংলাদেশি হিসেবে। তিনি বিভিন্ন জায়গায় কালচারাল একাডেমি গড়ে তুলেছিলেন সংস্কৃতির বন্ধনকে সুদৃঢ় করার জন্য।
তিনি বলেন,সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে গোটা জনগোষ্ঠীকে এক কাতারে আনা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান,সংস্কৃতিকর্মী আব্দুল্লাহ আল মামুন মুকুল,বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং, সংস্কৃতিকর্মী সন্ধ্যা রাণী হাজং এবং গ্রাম প্রতিনিধি সজল হাজং।
আলোচনাকালে অতিথিরা বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির মেলবন্ধনের দেশ। এখানে বহু জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। সেই জাতিগোষ্ঠীর মধ্যে হাজংদের রয়েছে লড়াই ও সংগ্রামের ইতিহাস৷ হাজংদের ঐতিহ্যবাহী দেউলী উৎসবে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করে।
আলোচনা সভা শেষে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে মহিষাসুর বধ পালা মঞ্চায়িত হয়।