দুর্গাপুরে প্রশাসন ও গণমাধ্যমের সাথে সিপিবি নবনির্বাচিত কমিটির মতবিনিময়

নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র নব-নির্বাচিত উপজেলা কমিটি প্রশাসন,গণমাধ্যম ও সামাজিক সংগঠনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে।
বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টায় প্রথমে দুর্গাপুর প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ, পরিচয় ও মতবিনিময় করেন তারা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদস্য আঃ হান্নান, নারী নেত্রী তাসলিমা বেগম ও সাদিয়া সুলতানা পান্না। প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাবেক সভাপতি মোহন মিয়া, নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, আবিদ হাসান বাপ্পী, জুয়েল রানা এবং আল নোমান শান্ত। প্রেসক্লাব নেতারা সিপিবি নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।
বেলা ১২টায় নবনির্বাচিত কমিটির নেতারা দুর্গাপুর সাংবাদিক সমিতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় সাংবাদিক সমিতির পক্ষ থেকে তাজা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সহ-সভাপতি মামুন রণবীর, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, সাংগঠনিক সম্পাদক পলাশ সাহা, কোষাধ্যক্ষ শফিকুল আলম সজীব, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওয়ালী হাসান তালুকদার কলি এবং সদস্য সৈকত সরকার।
এছাড়া সামাজিক সংগঠন এসবি রক্তদান ফাউন্ডেশন এর সভাপতি সৈকত সরকার ও শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি পলাশ সাহা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।
দুপুর ২টায় সিপিবি নেতারা দুর্গাপুর উপজেলার নতুন দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। বিকাল ৩টায় তারা দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান এর সাথে সাক্ষাৎ করেন।
মতবিনিময়কালে সকলে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সিপিবির নবনির্বাচিত সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর বলেন,দুর্গাপুরে আমাদের পার্টির নতুন কমিটি গঠিত হওয়ায় পার্টি সমর্থকসহ আপামর জনসাধারণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন—এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। আসন্ন জাতীয় নির্বাচনে কাস্তে মার্কার পক্ষে জনমত গড়ে তুলতে প্রশাসন, গণমাধ্যম, সামাজিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলের সাথে সুসম্পর্ক বৃদ্ধি ও সহযোগিতা কামনা করছি। আমরা আগামী দিনে শোষিত-বঞ্চিত মেহনতি মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলম বলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তার প্রতিষ্ঠালগ্ন থেকেই শোষিত-বঞ্চিত মেহনতি মানুষের অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে আসছে। দুর্গাপুরের এই সম্মেলনও ছিল সেই সংগ্রামী ঐতিহ্যের ধারাবাহিকতা। বর্তমান সময়ে সাম্রাজ্যবাদী আগ্রাসন, পুঁজিবাদী শোষণ, লুটপাট, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে শক্তিশালী বিকল্প রাজনৈতিক ধারার প্রয়োজনীয়তা এ সম্মেলনে উচ্চারিত হয়েছে। রাজনৈতিক সংগঠনকে শুধু নির্বাচনী প্রতিযোগিতায় সীমাবদ্ধ না রেখে শ্রমিক-কৃষক-ছাত্র-নারীসহ সকল শোষিত শ্রেণির ঐক্য গড়ে তুলতে হবে।
সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটি আগামীতেও সবার সহযোগিতা কামনা করেন।