ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ কে সামনে রেখে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সরেজমিনে নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপজেলা পরিষদের সোমেশ্বরী হলরুমে এই সভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুর রহমান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম,জেলা নির্বাচন কর্মকর্তা মো: তোফায়েল হোসেন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ওয়াহিদুজ্জামান। এতে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা।
মতবিনিময় অনুষ্ঠানে উপজেলার রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক,গণমাধ্যম সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী কর্মসূচিতে উপজেলার একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিটি কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতির সার্বিক দিক খতিয়ে দেখেন।
এসময় তিনি ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা, ভোটগ্রহণ কক্ষের অবস্থা, প্রবেশ ও বহির্গমন পথ এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। পাশাপাশি নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।