দুর্গাপুরে নানা আয়োজনে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত

“একদিন তুমি পৃথিবী গড়েছো,আজ আমি স্বপ্ন গড়বো,সযত্নে তোমায় রাখবো আগলে” প্রতিপাদ্যে নেত্রকোণার দুর্গাপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কারিতাস এসডিডিবি প্রকল্পের সহযোগিতায় দুর্গাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় নানা কর্মসূচি আয়োজন করে।
দিবসের শুরুতে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে দুর্গাপুর ও কুল্লাগড়া ইউনিয়নের প্রবীণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পরে সোমেশ্বরী হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে দুর্গাপুর ডিসি কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা।
এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার,কারিতাস কর্মকর্তা বাঁধন চিরান, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, ডিএসকে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এবং দুর্গাপুর সাংবাদিক সমিতির সহ সভাপতি মামুন রণবীর।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রবীণরা সমাজের পথ প্রদর্শক। তারা তাদের কল্যাণময় কাজের মাধ্যমে নতুন প্রজন্মকে প্রেরণা যোগায়। সমাজে তাদের অবদানের যথার্থ মূল্যায়ন একান্ত প্রয়োজন। তাদের যথার্থ পরিচর্যা আমাদের সকলের দায়িত্ব। প্রবীণদের প্রতি আমাদের আরো যত্নশীল হতে হবে।
অনুষ্ঠান শেষে প্রবীণদের গাছের চারা উপহার দেয়া হয়।