আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে এমপি মনোনয়ন প্রত্যাশা করছেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং কাপসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরে বলেছেন, দলীয় হাইকমান্ড মনোনয়ন দিলে এবং জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করলে কাপাসিয়ার সার্বিক উন্নয়নে কাজ করবেন।
৪ অক্টোবর শনিবার উপজেলার কাপাসিয়া বাজার এলাকায় গণসংযোগের সময় একান্ত সাক্ষাৎকারে সাখাওয়াত হোসেন সেলিম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যেই তার রাজনৈতিক পরিকল্পনা। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টির জন্য পরিবেশবান্ধব শিল্পকারখানা স্থাপনে উদ্যোগ নেওয়া হবে। দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় আমার পিতার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে বৃত্তির ব্যবস্থা থাকবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাখাওয়াত হোসেন সেলিম আরও বলেন, “অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হলে তাৎক্ষণিকভাবে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সাখাওয়াত হোসেন সেলিমের এই ঘোষণাকে আগামী নির্বাচনে বিএনপির সক্রিয় প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যে তিনি উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামে গ্রামে ঘুরে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন এবং বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন।