‘তোরা বিয়ে ছাড়া একসাথে থাকছ, পুলিশে ধরিয়ে দেবো’
রাজধানীর আদাবরে এক নবদম্পতিকে জিম্মি করে মোটা অঙ্কের চাঁদা দাবি এবং নারীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন— জসীম (৩৩), জিহাদুল ইসলাম শুব (১৯) এবং ফয়সাল (১৮)।
রোববার (২৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে আদাবরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির ১১/১ নম্বর বাসায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইকবাল হোসেন জানান, তিনি ওই বাসায় ভাড়া থাকেন। সেই রাতে, রিপন মিয়ার নেতৃত্বে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল তার বাসায় ঢুকে মারধর শুরু করে এবং বলেছিল, ‘তোরা বিয়ে ছাড়া একসাথে থাকছ, এখন তোদের পুলিশে ধরিয়ে দেবো। এরপর তারা ২০ হাজার টাকা দাবি করে। তারা জানায়, টাকা দিলে সব সমস্যা মিটিয়ে দেওয়া হবে।
এ সময় ইকবালের স্ত্রী পিংকি আক্তার জানান, তিনি বাসায় ঢুকে কাপড় পরিবর্তন করছিলেন, এমন সময় ৫-৭ জন লোক তার কাছে এসে কাপড় ছিনিয়ে নেয় এবং মারধর করে। এরপর তাকে অন্য একটি রুমে নিয়ে গিয়ে নানা ধরনের কুপ্রস্তাব দেয়।
পরে তারা পুলিশকে ফোন করলে, পুলিশ এসে তাদের উদ্ধার করে। আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া জানান, এই ঘটনায় চাঁদাবাজ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।