আজ (রবিবার) সকাল সাড়ে নয়টায় গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা সহ নিহত সকল সাংবাদিকদের হত্যা ও হত্যাচেষ্টার বিচারের দাবিতে পটুয়াখালী শহীদ মিনার থেকে বিক্ষোভ শুরু করে শহরের প্রধান সড়কে বিক্ষোভ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন বক্তরা এতে এটিএন নিউজ ও যুগান্তরের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বলেন, আমরা সবাই দেখেছি তুহিন হত্যাকারীরা পুলিশের প্রিজন ভ্যানে বসে গাঁজা ও সিগারেট খাচ্ছে বিষয়টিতে আমরা মর্মাহত এ বিষয়ে আমলাদের কঠোর হুশিয়ারি উচ্চারণ করে সতর্ক হওয়ার আহবান জানান তিনি। ইনডিপেনডেন্ট টেলিভিশন এর জেলা প্রতিনিধি আলিম খান আকাশ বলেন, আমরা আমাদের নিরাপত্তার জন্য প্রত্যেক সাংবাদিকদের বৈধ অস্ত্র দেয়ার জন্য সরকারকে আহবান জানাই। এস এ টিভির জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম বলেন, আমরা অবিলম্বে তুহিন হত্যাকারীদের ফাঁসি সহ দেশের সকল সাংবাদিক হত্যা ও হত্যাচেষ্টা কারীদের দ্রুত বিচার দাবি করছি। এতে লন্ডন বিডি টিভি এর পটুয়াখালী প্রতিনিধি মুহাম্মাদ রাকিব সহ পটুয়াখালী জেলার অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।