তিন শ্রেণির দম্পতির গল্প নিয়ে ‘ত্রিভুজ’
তিন শ্রেণির মানুষের জীবনকে এক করে গল্প বুনেছেন পরিচালক আলোক হাসান। সেই গল্পটি ওয়েব সিনেমা আকারে আসছে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে। আলোক হাসানের পরিচালনায় ‘ত্রিভুজ’ মুক্তি পাবে বৃহস্পতিবার (১০ অক্টোবর)।
পরিচালক হাসান বলেন, “একটি দুর্ঘটনাকে ঘিরে সমাজের তিনটি স্তরের তিন দম্পতির নীতি, আদর্শ, নৈতিকতার মনস্তাত্ত্বিক ভেদাভেদের গল্প ‘ত্রিভুজ’।এই ওয়েব ফিল্ম দিয়ে ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী আনিকা কবির শখের। আরও অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, ইমতিয়াজ বর্ষণ, ফারিন খান, সোহেল মণ্ডল, মৌসুমি মৌ।
‘ত্রিভুজ’র গল্পে এই শহরের তিন শ্রেণির তিনটি পরিবারকে তুলে ধরা হয়েছে।যাদের জীবন যাপনের ধরন আলাদা। কিন্তু একটি দুর্ঘটনা তাদেরকে এক করে দেয়।
পরিচালক হাসান বলেছেন, ওটিটিতে সামাজিক গল্পের সিনেমা খুব একটা দেখা যায় না। আশা করছি থ্রিলার, মার্ডার মিস্ট্রি, রোমান্টিক সিনেমার ভিড়ে সামাজিক ও পারিবারিক গল্পের ‘ত্রিভুজ’ দর্শক অনেক পছন্দ করবে।”