London ০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তামিমের আচরণকে ‘লজ্জাজনক’ বললেন হেলস

স্পোর্টস ডেস্ক

রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশাল ম্যাচ শেষে দুই দলের দুই ওপেনার তামিম ইকবাল আর অ্যালেক্স হেলসের মাঝে ঝামেলা বেঁধেছিল। রংপুরের ইংলিশ ওপেনারের দিকে বারবার তেড়ে যাচ্ছিলেন বরিশাল অধিনায়ক তামিম। পরে জানা গেছে ঘটনার পেছনের কারণ। অ্যালেক্স হেলসের দাবি, তামিম তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, যা খুবই লজ্জাজনক।

রংপুরের কাছে ম্যাচ হেরে এমনিতেই মেজাজ বিগড়ে ছিল তামিমের। শেষ ওভারে তিন চার তিন ছক্কায় ম্যাচ বের করেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। এরপরই হেলসের সঙ্গে তামিমের বাদানুবাদ শুরু হয়। বরিশাল দলীয় সূত্র জানায়, করমর্দনের সময় হেলস এমন একটি ভঙ্গি করেন, যা তামিমের কাছে অপমানজনক মনে হয়েছিল। তামিম তখন হেলসকে বলেন, ‘কিছু বলার থাকলে সরাসরি মুখে বলো… এই ভঙ্গি কেন?’

এভাবেই দুজনের মাঝে বাদানুবাদ শুরু হয়। সেই মুহূর্তটি নিয়ে হেলস বলেন, ‘এটা খুবই লজ্জাজনক। আমি জানি না কেনো সে এটাকে ব্যক্তিগতভাবে নিল! সে এমন কিছু কথা বলেছে যা আমাকে কষ্ট দিয়েছে। ২০২১ সালে বিয়ার পানের কারণে আমি ৩ সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছিলাম। তিনি সেই প্রসঙ্গ টেনে এনে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। এটি সত্যিই লজ্জার। তাকে বলার কিছু নেই। এসব নিয়ে না ভেবে সামনে এগোতে চাই।’

৬ ম্যাচের জন্য বিপিএল খেলতে এসেছেন হেলস। এবার তিনি তিক্ত স্মৃতি নিয়ে বাংলাদেশ ছাড়বেন। যোগ দেবেন আইএল টি-টোয়েন্টিতে। তার আগে বাংলাদেশে কাটানো দারুণ সময় নিয়ে উৎফুল্ল হেলস। ৬ ম্যাচে রান পেয়েছেন ২১৮। আছে একটি ১১৩ রানের অপরাজিত ইনিংস। স্ট্রাইক রেটটাও দেড়’শো ছাড়ানো। দল টানা ছয়টি ম্যাচ জিতেছে। সব মিলিয়ে সফরটা ভালোই লেগেছে হেলসের।

তিনি বলেন, ‘এটা অবশ্যই ভালো লাগার, আমি ব্যাটে রান পাচ্ছি। দলও দারুণ করছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এক টানা ৬ ম্যাচ জেতা সত্যি অসাধারণ। দারুণ ১০টা দিন কাটিয়েছি। আমার মনে হয় স্কিলফুল বোলার আছে দলটায়। পেসার, স্পিনার, ব্যাটার সবাই ভালো ফর্মে আছে। এখানে আসলে ভালো লাগা কাজ করে। বিপিএলের মানও উন্নত হয়েছে। অন্য বিপিএলের তুলনায় এবার অনেক পেসার দেখছি। এর আগে স্পিনাররা রাজত্ব করত। ব্যাটার হিসেবে বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০১:১৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
Translate »

তামিমের আচরণকে ‘লজ্জাজনক’ বললেন হেলস

আপডেট : ০১:১৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশাল ম্যাচ শেষে দুই দলের দুই ওপেনার তামিম ইকবাল আর অ্যালেক্স হেলসের মাঝে ঝামেলা বেঁধেছিল। রংপুরের ইংলিশ ওপেনারের দিকে বারবার তেড়ে যাচ্ছিলেন বরিশাল অধিনায়ক তামিম। পরে জানা গেছে ঘটনার পেছনের কারণ। অ্যালেক্স হেলসের দাবি, তামিম তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, যা খুবই লজ্জাজনক।

রংপুরের কাছে ম্যাচ হেরে এমনিতেই মেজাজ বিগড়ে ছিল তামিমের। শেষ ওভারে তিন চার তিন ছক্কায় ম্যাচ বের করেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। এরপরই হেলসের সঙ্গে তামিমের বাদানুবাদ শুরু হয়। বরিশাল দলীয় সূত্র জানায়, করমর্দনের সময় হেলস এমন একটি ভঙ্গি করেন, যা তামিমের কাছে অপমানজনক মনে হয়েছিল। তামিম তখন হেলসকে বলেন, ‘কিছু বলার থাকলে সরাসরি মুখে বলো… এই ভঙ্গি কেন?’

এভাবেই দুজনের মাঝে বাদানুবাদ শুরু হয়। সেই মুহূর্তটি নিয়ে হেলস বলেন, ‘এটা খুবই লজ্জাজনক। আমি জানি না কেনো সে এটাকে ব্যক্তিগতভাবে নিল! সে এমন কিছু কথা বলেছে যা আমাকে কষ্ট দিয়েছে। ২০২১ সালে বিয়ার পানের কারণে আমি ৩ সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছিলাম। তিনি সেই প্রসঙ্গ টেনে এনে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। এটি সত্যিই লজ্জার। তাকে বলার কিছু নেই। এসব নিয়ে না ভেবে সামনে এগোতে চাই।’

৬ ম্যাচের জন্য বিপিএল খেলতে এসেছেন হেলস। এবার তিনি তিক্ত স্মৃতি নিয়ে বাংলাদেশ ছাড়বেন। যোগ দেবেন আইএল টি-টোয়েন্টিতে। তার আগে বাংলাদেশে কাটানো দারুণ সময় নিয়ে উৎফুল্ল হেলস। ৬ ম্যাচে রান পেয়েছেন ২১৮। আছে একটি ১১৩ রানের অপরাজিত ইনিংস। স্ট্রাইক রেটটাও দেড়’শো ছাড়ানো। দল টানা ছয়টি ম্যাচ জিতেছে। সব মিলিয়ে সফরটা ভালোই লেগেছে হেলসের।

তিনি বলেন, ‘এটা অবশ্যই ভালো লাগার, আমি ব্যাটে রান পাচ্ছি। দলও দারুণ করছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এক টানা ৬ ম্যাচ জেতা সত্যি অসাধারণ। দারুণ ১০টা দিন কাটিয়েছি। আমার মনে হয় স্কিলফুল বোলার আছে দলটায়। পেসার, স্পিনার, ব্যাটার সবাই ভালো ফর্মে আছে। এখানে আসলে ভালো লাগা কাজ করে। বিপিএলের মানও উন্নত হয়েছে। অন্য বিপিএলের তুলনায় এবার অনেক পেসার দেখছি। এর আগে স্পিনাররা রাজত্ব করত। ব্যাটার হিসেবে বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে।’