একান্ত সাক্ষাৎকারে রাব্বিল আকন্দ London Tv BD কে বলেন।
London Tv BD: আপনি এই তরুন বয়সে এমপি প্রার্থী হয়েছেন
রাব্বিল আকন্দ বলেন আমি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বোকে লালন পালন করে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম।আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুন নেতৃত্ব কে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে প্রাধান্য দিবেন সেই ঘোষনাতে আমি উজ্জীবিত হয়। এমপি প্রার্থী ঘোষণা দেওয়ার পর থেকে ব্যাপক সারা পাচ্ছি।এলাকা থেকে তৃণমূল নেতাকর্মীরা ফোন সাক্ষাৎ করে উৎসাহ দিচ্ছে। দল যদি আমাকে গাজীপুর -৫ কালিগঞ্জ থেকে মনোনয়ন দেন তাহলে নেতাকর্মীরা আশ্বাস দিচ্ছে আমার জন্য তারা গাজীপুর -৫ কালিগঞ্জ এর প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করবে।
London Tv BD :দল যদি আপনাকে মনোনয়ন দেয় আপনি যদি বিজয়ী হন তাহলে সর্ব প্রথম কোন কাজটি করবেন
আমি বিজয়ী হলে সর্বপ্রথম কালিগঞ্জ উপজেলা পৌরসভা থেকে সন্ত্রাস মাদক নির্ভূল করবো।
তারপর পর্যায়ত্রুমে এলাকার উন্নয়ন রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা মন্দির গীর্জা সেবামূলক কাজ করে যাবো।
London Tv BD: আর কি কি ইচ্ছে আছে
স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়নের জন্য প্রতিষ্ঠানে পরিদর্শনে যাবো। আমার সাথে যে কেউ কোন সমস্যার জন্য ফোনে কিংবা সরাসরী সাক্ষাৎকারে সুযোগ থাকবে।
London Tv BD:আপনাকে ধন্যবাদ
আপনাকে অংখ্য ধন্যবাদ
গাজীপুর -৫কালিগঞ্জ উপজেলা পৌরসভা সকল ভোটারদের কাছে আমি রাব্বিল আকন্দ দোয়া চাই এবং আপনাদের পাশে চাই।