দেশের কৃষি খাতকে আধুনিক ও টেকসই করতে হলে দরকার তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি। সেই লক্ষ্যেই এবার শুরু হতে যাচ্ছে ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন ২, যেখানে কৃষিকে আধুনিক প্রযুক্তির সঙ্গে মেলাতে অনুপ্রাণিত করা হবে দেশের শিক্ষার্থীদের।
ঢাকা বিভাগের ১৩টি জেলায় আয়োজিত এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা। মূল লক্ষ্য হলো কৃষিতে আইওটি (IoT), ডেটা অ্যানালিটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), রোবোটিক্স এবং ন্যানো টেকনোলজি প্রয়োগের মাধ্যমে একটি টেকসই কৃষি খাত গড়ে তোলা।
অলিম্পিয়াডটি তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে:
জুনিয়র ক্যাটাগরি: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান
সেকেন্ডারি ক্যাটাগরি: নবম, দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান
হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি: একাদশ, দ্বাদশ শ্রেণি ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান
আকর্ষণীয় পুরস্কার:
Champion (প্রতিটি ক্যাটাগরিতে): ৫০,০০০ টাকা, ল্যাপটপ, শিক্ষা সফর, সার্টিফিকেট, ক্রেস্ট, ডায়েরি ও গিফট বক্স।
১ম রানার্স-আপ: ৩০,০০০ টাকা, ই-নোটবুক, শিক্ষা সফর, সার্টিফিকেট, ক্রেস্ট, ডায়েরি ও গিফট বক্স।
২য় রানার্স-আপ: ২০,০০০ টাকা, স্মার্টফোন, শিক্ষা সফর, সার্টিফিকেট, ক্রেস্ট, ডায়েরি ও গিফট বক্স।
টপ টেন: শিক্ষা সফর, সার্টিফিকেট, ক্রেস্ট, ডায়েরি ও গিফট বক্স।
আয়োজকরা জানিয়েছেন, এই অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কৃষি ও প্রযুক্তির সমন্বয় ঘটানোর আগ্রহ সৃষ্টি হবে, যা ভবিষ্যতের বাংলাদেশকে আধুনিক ও আত্মনির্ভরশীল কৃষি দেশের পথে এগিয়ে নিয়ে যাবে।
রেজিস্ট্রেশন শুরু: ৫ জানুয়ারি থেকে।
ক্যাম্পাস ট্যুর: আয়োজকরা সরাসরি ক্যাম্পাসে গিয়ে রেজিস্ট্রেশন ও প্রচারণা চালাবেন।
তাহলে, তুমি কি প্রস্তুত?
আধুনিক কৃষির ভবিষ্যৎ নির্মাণের এই যাত্রায় অংশ নিয়ে হয়ে উঠো আগামীর উদ্ভাবক!