“তরুণদের দক্ষতা ও সঠিক দিকনির্দেশনাই সমাজ উন্নয়নের মূল চালিকাশক্তি” — সৈয়দ শাফকাত আহমেদ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-০৪ (মাধবপুর-চুনারুঘাট) বিএনপি কর্তৃক মনোনয়ন প্রাপ্ত হবিগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলের তরুণবান্ধব উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সামনে রেখে (১৯ নভেম্বর ২০২৫, সোমবার) নোয়াপাড়া ইটাখোলা সাহেব বাড়ীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সৈয়দ শাফকাত আহমেদ।
সৈয়দ শাফকাত আহমেদ সভায় বলেন- তরুণদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক অগ্রগতিতে সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তরুণরা যদি সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণ পায় তবে সমাজের উন্নয়ন আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে।
তরুণরা একটি জাতির চালিকাশক্তি। দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরি ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান নিশ্চিত করতে পারলে উন্নয়নের বড় পথ তৈরি হবে। আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেবের তরুণবান্ধব চিন্তা ভবিষ্যৎ প্রজন্মকে নতুন দিক দেখাবে।”
তরুণদের পক্ষ থেকে বক্তব্য রাখেন—
রায়হান আহমেদ সম্রাট, এমদাদ মিয়া, এনাম মিয়া এবং তৌহিদুল ইসলাম, সুমন মিয়াসহ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জহিরুল ইসলাম সিয়াম।























