ডেট নাইটে ৪৩ লাখ টাকার কানের দুল উপহার পেলেন টেলর সুইফট
সম্প্রতি ট্রাভিস কেলসির সঙ্গে ডেটে টেলর সুইফটের কানে শোভা পেয়েছে ডি বিয়ারস এর হিরার দুল। ভালোবেসে ব্র্যান্ড গায়িকাকে উপহার হিসেবে দিয়েছে দুলের আরেক জোড়া।
পপ রাজকুমারী টেলর সুইফট এখন চুটিয়ে প্রেম করছেন। তাঁর প্রেমের খুটিনাটি প্রতিনিয়ত আগ্রহ জাগাচ্ছে সুইফটিদের মনে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে নতুন খবর। টেইলর সুইফট উপহারে পেয়েছেন হিরার দুল। তবে এটি যেকোনো দুল নয়, ডেট নাইটে নিজের সৌন্দর্যবর্ধনে তিনি বেছে নিয়েছিলেন যে দুলটি।
সুইফট বরাবরই তুখোড় স্টাইল স্টেটমেন্টের জন্ম দেন। প্রায় সকল লুকেই শোভা পায় হিরের গয়না। ভক্তরা তাঁর প্রতিটি লুক সম্পর্কেই থাকে সচেতন। তাই এখন তাঁদের নজর পড়েছে ডি বিয়ার্স এর আরপেগিয়া ওয়ান লাইন হিরার দুলের ওপর। এটি এখন অধিকাংশ সময়েই দেখা যাচ্ছে টেইলর সুইফটের বিভিন্ন লুকের অংশ হিসেবে।
২৮ ডিসেম্বর প্রেমিক ট্রাভিস কেলসির সঙ্গে ছিল তার নিউইয়র্কের এন.ওয়াই.সি. ডেট নাইট। সেখানে পঁয়ত্রিশ বছর বয়সী এই তারকা পরেছিলেন একটি এমবেলিশড সিমখাই গ্যানি কোট এবং ক্রিশ্চিয়ান লোবোটিনের মুভিদা হিল। এই আউটফিটের সঙ্গে তিনি পরেছিলেন ডি বিয়ার্সের তেতাল্লিশ লাখ টাকা মূল্যের এই কানের দুলটি। তারকারাদের নাকি পোশাক আর গয়নার পুনরাবৃত্তি ঘটানোর নিয়ম নেই। প্রচলিত এই ধারণা ভেঙে টেইলর আগেও পরেছিলেন ডি বিয়ার্সের এই দুল। এবার উপলক্ষ ছিল বন্ধু জিজি হাদিদের সঙ্গে ঘুরে বেড়ানো। এছাড়াও তাঁর ইরাস ট্যুর থিমের ব্যাশ, যা আয়োজন করেছিলেন স্বয়ং প্রেমিক ট্রাভিস, সেখানেও বালমেইনের মিনিড্রেসের সঙ্গে ছিল এই সিগনেচার ডি বিয়ার্স দুল।
তবে যে জিনিসটি শুধু প্রকৃত সুইফটিরাই জানেন, তা হচ্ছে ডি বিয়ার্সের সিগনেচার দুলটি টেইলর পরেছিলেন ২০২৪ এর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের আসরে। তবে তখন আপেরিগা থ্রি লাইন ডায়মন্ডের দুলের সঙ্গে মিলিয়ে আরও পরেছিলেন ক্ল্যাসিক গোলাকৃতি স্টাড ও ডিউড্রপ ইয়ারকাফ। গলায় ছিল চকচকে ১৮ ক্যারেটের একটি হোয়াইট গোল্ডের চেইন। গয়নার প্রাচুর্য তাঁর স্নেক গ্রিন গুচি গাউনের সৌন্দর্য বাড়িয়ে তুলেছিল।