দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৭ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫৪৯ জনের প্রাণহানি হয়েছে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৯৮৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর সোমবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৪ জন, ঢাকা বিভাগে ২০ জন, ময়মনসিংহে সাতজন, চট্টগ্রামে ২৫ জন, খুলনায় ছয়জন, রাজশাহীতে দুইজন, বরিশাল বিভাগে দুইজন এবং সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।
অপরদিকে মারা যাওয়া একজন ময়মনসিংহ বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ৫৭২ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৬১৫ জন; আর ৯৫৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৯ হাজার ৩৭৬ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৬০৮ জন।
ডিসেম্বরের প্রথম ১৬ দিনে ডেঙ্গু আক্রান্ত ৭ হাজার ৫১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, আর মৃত্যু হয়েছে ৬১ জনের।
এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।