সিরাজগঞ্জে হঠাৎ দেখা দেওয়া ডায়রিয়ার প্রাদুর্ভাবে আক্রান্ত রোগীদের খোঁজখবর নিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জনপ্রিয় নেতা সাইদুর রহমান বাচ্চু। সোমবার (২৫ আগস্ট) দুপুরে তিনি নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পাশে গিয়ে তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।
রোগীদের দ্রুত সুস্থতার জন্য চিকিৎসকদের আন্তরিকতা ও সতর্কতার সঙ্গে চিকিৎসা দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় বাচ্চু বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।”
নেতৃবৃন্দ জানান, রাজপথে আন্দোলন-সংগ্রামের পাশাপাশি সাইদুর রহমান বাচ্চু অসুস্থ, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কর্মকাণ্ডে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তার সহজ-সরল জীবনধারা, নেতৃত্বগুণ এবং কর্মীদের প্রতি আন্তরিক ভালোবাসা তাকে জেলার রাজনীতিতে একটি ভরসার নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এ সময় তিনি জানান, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষ থেকেও ডায়রিয়া আক্রান্তদের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।
হাসপাতাল পরিদর্শনে জেলা বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে রোগীদের স্বজনরা স্বস্তি প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জানান।