জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি দিয়ে খেলায় ফিরেও শুরুটা ভালো করতে পারেননি তামিম ইকবাল। চট্টগ্রাম বিভাগের হয়ে খেলতে নেমে প্রথম ম্যাচে মাত্র ১৩ রান করেই বোল্ড হয়ে গিয়েছিলেন তিনি।
তবে ফর্মে ফিরতে মোটেও দেরি হয়নি তামিমের। দ্বিতীয় ম্যাচেই হেসেছে দেশের এক নম্বর ওপেনারের ব্যাট। সিলেট বিভাগের বিপক্ষে ঝোড়ো ফিফটি তুলে নিয়েছেন বাঁহাতি টাইগার ওপেনার। ৩৩ বলে খেলেছেন ৬৫ রানের বিধ্বংসী ইনিংস। ৮ চারের সঙ্গে হাঁকিয়েছেন ৩ ছক্কা।
তামিমের ফিফটিতে ভর করে ১৫ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান করেছে চট্টগ্রাম। তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ ১৭ বলে ২৯ রান করেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। ১২ বলে ১৫ রান করেন সাব্বির হোসেন শিকদার।
লক্ষ্য তাড়ায় ব্যাট করছে সিলেট।
এর আগে তামিমের খারাপ দিনে আসরের শুরুটা হার দিয়ে হয়েছে চট্টগ্রামের। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে রংপুর বিভাগের কাছে ৫ উইকেটে হেরেছিল চট্টগ্রাম।