কুষ্টিয়া জেলা বিএনপির বিতর্কিত আহবায়ক কমিটি বাতিল ও কমিটিতে আওয়ামী দোষরদের অন্তর্ভুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ত্যাগী নেতাকর্মীবৃন্দ। আজ বুধবার বেলা ১২টায় শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, মিরাজুল ইসলাম রিন্টু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড, শামিমুল হাসান অপুুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ত্যাগী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দরা বলেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটিসহ জেলার সকল উপজেলা ও ইউনিয়ন কমিটিতে আওয়ামী দোষরদের অন্তর্ভুক্তি করার কারনে জেলাব্যপী দলের ভেতরে মতনৈক্য স্বৃষ্টি হয়েছে। তাই অবিলম্বে জেলা বিএনপির বিতর্কিত আহবায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষনার দাবী জানান।