নেত্রকোণায় জেলা আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে নয়বারের চ্যাম্পিয়ন আবু আব্বাস ডিগ্রী কলেজকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো দুর্গাপুরের ডন বস্কো কলেজ ফুটবল একাদশ। নেত্রকোণা জেলা স্টেডিয়ামে সোমবার (১ ডিসেম্বর) এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলার নির্ধারিত সময়ে দুই দল ১-১ গোলে ড্র করে। পরে টাইব্রেকারে ৩-১ গোলে জয়লাভ করে ডন বস্কো কলেজ।
ডন বস্কো কলেজ একাদশের কোচ প্রভাষক জিল্লুর রহমান খান রাব্বি বলেন, জেলা আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের মতো বড় আয়োজনে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালে উঠতে পেরে পুরো টিম খুব উজ্জীবিত। এই কৃতিত্ব পুরো দলের।
ডন বস্কো কলেজ একাদশের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করছেন প্রভাষক প্রদীপ রেমা। তিনি বলেন, নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে ছেলেরা ভালো খেলা উপহার দিয়েছে। আমরা খুবই আনন্দিত ও গর্বিত৷