জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের ত্যাগের যথাযথ মূল্যায়নের দাবিতে আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এই স্মারকলিপি প্রদান করেন জুলাই আন্দোলনের আহত প্রতিনিধি ও রাজনৈতিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-এর দায়িত্বশীল সদস্য জয়ন্তী বিশ্বাস।
স্মারকলিপিতে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াকে দ্রুততর করার পাশাপাশি, আহতদের সরকারি পর্যায়ে স্বীকৃতি, পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা সহায়তা নিশ্চিতের দাবি জানানো হয়। এছাড়া আন্দোলনের সময় আহতদের পরিবারগুলোর প্রতি মানবিক সহায়তা ও ক্ষতিপূরণের বিষয়টিও তুলে ধরা হয়।
উক্ত স্মারকলিপি প্রদান কার্যক্রমে The Red July – ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি সার্বিক সহযোগিতা করে। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুলতান নাঈম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মারুফ।
নেতৃবৃন্দ আহতদের ন্যায্য দাবি বাস্তবায়নের এ উদ্যোগকে প্রশংসা করে বলেন— “জুলাই আন্দোলন দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য অধ্যায়। সেই আন্দোলনের আহত ও শহীদদের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে, আর তাদের ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”
জয়ন্তী বিশ্বাস বলেন, “আমরা শুধু স্বীকৃতি নয়, বাস্তবায়ন চাই। যারা আন্দোলনে নিজেদের জীবন ও স্বাস্থ্যের ঝুঁকি নিয়েছেন, তাদের প্রতি রাষ্ট্রীয় দায়িত্ববোধ থেকেই এই সনদের কার্যকর বাস্তবায়ন জরুরি।”
তিনি আরও আশা প্রকাশ করেন যে, প্রধান উপদেষ্টা দ্রুত পদক্ষেপ নিয়ে জুলাই আন্দোলনের সনদ অনুযায়ী আহতদের তালিকা যাচাই করে যথাযথ স্বীকৃতি প্রদান করবেন।
স্মারকলিপি প্রদান শেষে উপস্থিত আহত ও অংশগ্রহণকারীরা একাত্ম কণ্ঠে ‘ন্যায় ও সম্মানের লড়াই চলবে’ স্লোগানে প্রতিবাদী চেতনার পুনরুজ্জীবন ঘটান।