দেশের প্রাচীনতম সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা (রেজি: নং-৯৫০৪৭)-এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদে নতুন সহকারী মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল এস টেলিভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি শেখ ফয়েজ আহমেদ।
সংস্থার সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব মো: আলমগীর গনি স্বাক্ষরিত অফিসিয়াল চিঠির মাধ্যমে গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালে জাতীয় পর্যায়ের প্রবীণ সাংবাদিক প্রয়াত মুহম্মদ আলতাফ হোসেন কর্তৃক প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে সংগঠনটি সাংবাদিক সমাজের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য দাবি আদায় এবং সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে সারাদেশ ছাড়াও বিদেশের বিভিন্ন প্রবাসী সাংবাদিকদের মধ্যেও সংগঠনটির কার্যক্রম বিস্তৃত।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় শেখ ফয়েজ আহমেদ বলেন-
"জাতীয় সাংবাদিক সংস্থা সাংবাদিক সমাজের ঐক্য, অধিকার ও মর্যাদা রক্ষার লড়াইয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে। আমি আমার ওপর অর্পিত এ দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে চাই। সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সকলে পাশে থাকবেন বলে আশা করি।"
তিনি আরও বলেন- "আমাকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করায় আমি জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব মো: আলমগির গনির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে সকল সহকর্মী ও সিনিয়র সাংবাদিকদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।"
সংস্থার নবনির্বাচিত কেন্দ্রীয় সহকারী মহাসচিব হিসেবে শেখ ফয়েজ আহমেদের দায়িত্ব গ্রহণকে ফরিদপুরসহ সারাদেশের সাংবাদিক সমাজ ইতিবাচকভাবে দেখছে এবং তাঁর নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছে অনেকে।