জম্মু ও কাশ্মীরে অস্ত্রধারীদের হামলায় ২ সেনাসহ ৪ জন নিহত
জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় অস্ত্রধারীদের হামলায় দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, এই হামলায় দুইজন গৃহকর্মীও প্রাণ হারিয়েছেন এবং তিনজন আহত হয়েছেন।
সেনাবাহিনীর চিনার কর্পস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, বারামুল্লার বুটাপাথরি এলাকায় অস্ত্রধারীদের সঙ্গে সেনাবাহিনীর গুলিবিনিময় হয়। অস্ত্রধারীরা প্রথমে একটি সেনাবাহিনীর গাড়িতে আক্রমণ চালায়।এই হামলার কয়েক ঘণ্টা আগে এক শ্রমিক গুলিবিদ্ধ হন এবং আহত হন। ওই শ্রমিকের নাম প্রীতম সিং। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে।
সর্বশেষ হামলাটি গত ৭২ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে দ্বিতীয় হামলা। তিন দিন আগে অস্ত্রধারীরা নির্মাণশ্রমিকদের এক ক্যাম্পে আক্রমণ চালিয়ে ছয়জন শ্রমিক এবং একজন চিকিৎসককে হত্যা করে। নিহতদের মধ্যে কাশ্মীরের বুদগামের বাসিন্দা ডা. শাহনাওয়াজ, পাঞ্জাবের গুরদাসপুরের বাসিন্দা গুরমিত সিং ছাড়াও বিহারের মোহাম্মদ হানিফ, ফাহিম নাসির এবং কালিম নিহত হন।
নির্মাণকর্মীদের ক্যাম্পে হওয়া ওই হামলা ছিল বেসামরিক নাগরিকদের ওপর সাম্প্রতিক মাসগুলিতে সবচেয়ে ভয়াবহ হামলা। এ ঘটনার পর জম্মু ও কাশ্মীরের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই আক্রমণকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেন। তিনি বলেন, নির্মাণকর্মীরা গুরুত্বপূর্ণ একটি প্রকল্পে কাজ করছিলেন। আমি এই হামলাটি তীব্র নিন্দা জানাই এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
হামলার একদিন পর নতুন অস্ত্রধারী গোষ্ঠী ‘তেহরীক লাব্বাইককে ভেঙে দেওয়ার দাবি করে ভারতের সেনাবাহিনী।