জনকল্যাণ ও উন্নয়নমূলক কাজে ব্যয় হবে সোমেশ্বরী অস্থায়ী কাঠের সেতুর উদ্বৃত্ত অর্থ

জনসাধারণের নিত্যদিনের দুর্ভোগ লাঘব ও চলাচলের সুবিধার্থে গত শুকনো মৌসুমে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর উপর নির্মিত হয় অস্থায়ী কাঠের সেতু।
গত ১৫ই মে নদীতে পাহড়ি ঢল আসার পূর্বে পাঁচ মাস টিকে ছিল এই সেতু। এই পাঁচ মাসে সেতু থেকে আয় হয়েছে মোট ৫২ লাখ ৬৭ হাজার ৬৪০ টাকা।
শনিবার (৫ জুলাই) দুর্গাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই তথ্য তুলে ধরেন শিবগঞ্জ-দুর্গাপুর অস্থায়ী সেতু কমিটি।
এসময় তারা জানান,বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কামালের পরামর্শ,সক্রিয় উদ্যোগ ও আর্থিক সহায়তায় শিবগঞ্জ-দুর্গাপুর খেয়াঘাটে একটি অস্থায়ী কাঠের সেতু নির্মাণ করা হয়।
দুর্গাপুরবাসীর অনেক সমস্যার মধ্যে শিবগঞ্জ-দুর্গাপুর খেয়াঘাট দিয়ে নদী পারাপার অন্যতম। হাজারো সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, ব্যবসায়ী, পর্যটক, নানা ধরনের যানবাহন ও গবাদি পশু প্রতিদিন এই খেয়াঘাট দিয়ে নদী পার হয়ে থাকে। সাধারণ নৌকা দিয়ে নদী পারাপার হওয়া ছাড়া অন্য কোন বিকল্প নেই। ফলে প্রায়শই নানারকম দূর্ঘটনা ঘটে থাকে। এ ধরনের প্রাত্যহিক সমস্যা দূরীকরণের লক্ষ্যে কাঠের সেতুটি নির্মিত হয়।
সেতু কমিটি জানায়,গত বছরের ৯ নভেম্বর এই সেতু নির্মাণের কাজ শুরু হয়। বিপুল পরিমাণ কাঠ, বাঁশ, লোহা, রশি সহ নানা রকম নির্মাণ সামগ্রী ও দুপাড়ে মাটি ভরাট করে রাস্তা নির্মাণ, সেতু সহ নির্মিত রাস্তার রক্ষণাবেক্ষণ,বৈদুতিক আলোর ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন এবং সার্বিক নিরাপত্তা বিধানসহ বিশাল কর্মযজ্ঞের মধ্য দিয়ে ১৫ ডিসেম্বর সেতুটি জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেয়া হয়।
ডিসেম্বর থেকে মে পর্যন্ত পাঁচ মাসে অস্থায়ী এই সেতু থেকে মোট আয় হয়েছে ৫২ লাখ ৬৭ হাজার ৬৪০ টাকা। এর মধ্যে পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও সংস্কার বাবদ খরচ হয়েছে ১২ লাখ ৪০ হাজার ৪০ টাকা। এছাড়া অস্থায়ী সেতু নির্মাণকালীন খরচ হয় ১৫ লাখ ৪০ হাজার টাকা। সকল খরচ বাদে বর্তমানে উদ্বৃত্ত অর্থের পরিমাণ ২৪ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা। এই অর্থ স্থানীয় বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান হিসেবে প্রদান করা হবে। এছাড়া সামাজিক কাজ,জনকল্যাণ ও উন্নয়নমূলক কাজেও ব্যয় করা হবে বলে জানায় সেতু কমিটি।
এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমএ জিন্নাহ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আলম, তেরিবাজার বড় মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুর রব, শিবগঞ্জ বায়তুল তাকওয়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ওয়ালি উল্লাহ, কুল্লাগড়া শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক বাবু প্রভাত চন্দ্র সাহা এবং খ্রীস্ট ধর্মীয় প্রতিনিধি মিস্টার পঙ্কজ সাংমা।