ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামির জামিন, আদালত চত্বরে বিক্ষোভ

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলায় এজাহারভুক্ত আসামি পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নানকে গ্রেফতারের একদিন পর জামিন দিয়েছেন আদালত।
এর প্রতিবাদে রোববার (২৭ এপ্রিল) কুষ্টিয়া আদালত চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন শতাধিক মানুষ। এসময় তারা আব্দুল মান্নানের জামিন বাতিল দাবি করেন। বিক্ষোভে ছাত্র-জনতা, বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে গ্রেফতার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। পরদিন শনিবার (২৬ এপ্রিল) কুষ্টিয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোপাল চন্দ্র সরকার আব্দুল মান্নানকে জামিন দেন।
আব্দুল মান্নান (৪৫) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যাচেষ্টা মামলায় এজাহারভুক্ত ৫৭ নম্বর আসামি। তিনি কুষ্টিয়া পৌরসভার সাবেক সার্ভেয়ার। এদিকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকে তার বিরুদ্ধে মামলা চলছে।
জানা গেছে, ছাত্র আন্দোলন প্রতিহত করতে সক্রিয় ছিলেন মান্নান। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি আত্মগোপনে চলে যান। কিছুদিন পলাতক থাকার পর পুনরায় কুষ্টিয়া পৌরসভার দাপ্তরিক কাজে যোগ দেন। সম্প্রতি লাঠি হাতে নিয়ে ছাত্র আন্দোলন প্রতিহত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই তাকে গ্রেফতারের দাবি জোরালো হয়।
কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলাম মান্নানের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কুষ্টিয়া আদালতের ইন্সপেক্টর জহুরুল ইসলাম বলেন, আব্দুল মান্নানকে জামিন দেওয়ার প্রতিবাদে আদালত চত্বরে মানববন্ধন করেছেন ছাত্র-জনতা।
৪ আগস্ট ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলা ও গুলি করে হত্যাচেষ্টার ঘটনা ঘটে। এতে আহত ইয়ামিন আলী কুষ্টিয়া মডেল থানায় ৬৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, মামলার এজাহারভুক্ত আসামি মান্নানকে শুক্রবার গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হয়। শনিবার আদালত তাকে জামিন দেন।