বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মো. কারিমুল (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
কারিমুল হবিগঞ্জের লাখাই থানার পশ্চিম রইতোনসী গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। যাত্রাবাড়ীর একটি আড়তে কাজ করতেন এবং সেখানেই থাকতেন বলে জানিয়েছেন স্বজনেরা।নিহতের খালু মো. হামিদুল জানান, কারিমুল যাত্রাবাড়ী এলাকায় একটি লেবুর আড়তের কর্মচারী ছিলেন। গত ৫ আগস্ট আড়তের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় শটগানের গুলিতে আহত হন কারিমুল। ওই দিনই গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ সকালের দিকে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিমুল।
চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।