ছাত্রদলের কেন্দ্রীয় নেতা শামীম হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

নওগাঁর আত্রাই উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গত ৩ আগস্ট ২০২৫, রোববার রাজধানীর শাহবাগ মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত বিশাল ছাত্র সমাবেশ শান্তিপূর্ণভাবে সফল করার ক্ষেত্রে শামীম হোসেনের বিশেষ ভূমিকার জন্য এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল হাসান ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় বলা হয়—
“প্রিয় সহকর্মী,
শুভেচ্ছা রইলো। ৩রা আগস্ট ২০২৫, রবিবারে রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশের কর্মসূচি অত্যন্ত সফল ও সার্থকভাবে পালিত হয়েছে। এই সাফল্যের নেপথ্যে আপনার আন্তরিকতা, দায়িত্বশীলতা, কর্তব্যনিষ্ঠা ও শৃঙ্খলাবোধের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আপনার প্রতি ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন।
আপনার আগামীর পথচলা আরও বেশি সাফল্যমন্ডিত হোক।”
উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের অভ্যুত্থানকালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করায় শামীম হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এদিকে, ছাত্রদলের এই কেন্দ্রীয় নেতা শামীম হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান।