নিউজিল্যান্ড টপ অর্ডারের চার ব্যাটােরের তিনজনকে ১০ রানের মধ্যে আটকে দিয়েও স্বস্তিতে নেই পাকিস্তান। উইল ইয়ং করে ফেলেছেন এবারের আসরের প্রথম সেঞ্চুরি। টম ল্যাথামের সঙ্গে তার বড় জুটিতে ধুঁকছে পাকিস্তান।
করাচিতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ডেভন কনওয়েকে নিয়ে ৩৯ রান তোলেন ইয়ং। কনওয়ে অবশ্য ১০ রান করেই বোল্ড হন লেগস্পিনার আবরার আহমেদের বলে।
অষ্টম ওভারে উদ্বোধনী জুটি ভাঙার পর পরের ওভারে ব্যাটিং স্তম্ভ কেন উইলিয়ামসনকেও (১) হারিয়ে বসে নিউজিল্যান্ড। তাকে উইকেটরক্ষকের ক্যাচ বানান নাসিম শাহ। এরপর ড্যারিল মিচেল (১০) ফেরেন হারিস রউফের শিকার হয়ে। ৭৩ রানে ৩ উইকেট হারায় কিউইরা।
সেখান থেকে ইয়ং আর ল্যাথামের শতরানের অবিচ্ছিন্ন জুটি। ইয়ং সেঞ্চুরি তুলে নিয়েছেন ১০৭ বলে। ৪৮ রানে অপরাজিত আছেন ল্যাথাম।