হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন-“বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত—জনগণের ভোটাধিকার বন্ধ করতে পারবে না। এবার জনগণ গণতন্ত্র ফেরানোর জন্য প্রস্তুত।”
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনের রূপরেখা।”
শনিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নে স্থানীয় বিএনপি আয়োজিত তার সমর্থনে নিবার্চনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি সৈয়দ মোহাম্মদ শাহজাহান বলেন-চুনারুঘাট–মাধবপুরের মানুষ পরিবর্তন চায়। তারা ন্যায়, উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে। জনগণের ঐক্যই এবার সব বাধা অতিক্রম করবে।” তাই আমরা সকলে মিলেঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে এই আসনে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
প্রকৌশলী সৈয়দ মোঃ ইশতিয়াক আহমেদ বলেন- চুনারুঘাট–মাধবপুরের মানুষ কখনোই অন্যায় মেনে নেয় না। জনগণ এবার ভোটের মাধ্যমে নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করবে। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি।”
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিমুদ্দিন শামছু, পিপি এড.আব্দু হাইসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি/ সাধারণ সম্পাদক ও ছাত্রদল, সেচ্ছাসেবকদলসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।