রাজশাহীর চারঘাট উপজেলার বড়াল নদীর সুইসগেট থেকে অজ্ঞাতনামা এক মহিলার (আনুমানিক ২৫) মরদেহ উদ্ধার করেছে চারঘাট নৌ পুলিশ।বুধবার (০১ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার পৌরসভাধীন চারঘাট বাজার বড়াল নদীর সুইসগেট থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বেলা ১১ টার দিকে উপজেলার পৌরসভাধীন চারঘাট বাজার বড়াল নদীর সুইসগেটে বাজারের দোকানদার ও স্থানীয় বাসিন্দারা বড়াল নদীর সুইসগেটে একটি মহিলার লাশ দেখতে পায়। পরে স্থানীয় বাসিন্দারা নৌ-পুলিশ ও থানা পুলিশকে খবর দিলে নৌ পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চারঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ন কবির বলেন, মরদেহ উদ্ধারের পর আমরা আশেপাশের এলাকায় খোঁজ নিয়েছি। কেউ পরিচয় বলতে পারেননি। তিনি আর বলেন, লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে চারঘাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে ।