চট্টগ্রাম নগরে ফলবিক্রেতা-অটোরিকশার ওপর ট্রাক, নিহত ১
অটোরিকশা, পথচারী ও ফলবিক্রেতাদের চাপা দেয় ট্রাকটি। উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সোমবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকায়ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকায় সড়কের পাশে থাকা অটোরিকশা, পথচারী ও ফল বিক্রেতাদের ট্রাক চাপার ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে। ফায়ার সার্ভিস ট্রাকটি সরিয়ে নিতে কাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ইটবোঝাই ট্রাকটি শাহ আমানত সেতু দিয়ে শহরের দিকে আসছিল। সেতু পার হয়ে দ্রুত গতিতে চলছিল ট্রাকটি। পরে নিয়ন্ত্রণ হারিয়ে এটি সড়কের পাশে থাকা কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা, ভ্রাম্যমাণ ফল বিক্রেতা, হকার ও পথচারীদের চাপা দেয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন রাত ১২টায় বলেন, ট্রাকচাপার ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, আহত অবস্থায় ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভিন্ন ওয়ার্ডে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।