চট্টগ্রামে যুবকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার অভিযোগে চট্টগ্রামে মোকতার হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক জহিরুল হকের আদালতে মামলাটি করেন ফটিকছড়ির ভূজপুরের নুর আহমদের ছেলে হাফেজ মোহাম্মদ সাইফুদ্দীন। মামলার আসামি মোকতার একই উপজেলার পশ্চিম নানুপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
ট্রাইব্যুনাল পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আগামী ২৭ নভেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, গত ১৫ আগস্ট আসামি তাঁর ফেসবুক আইডিতে ৭ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও বার্তা প্রচার করেন। সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তথ্য ও যোগাযোগ উপদেষ্টাসহ আরও কয়েকজনকে উদ্দেশ করে অশালীন কথাবার্তা বলেন।