আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর সমন্বয়ে সৃজনশীল সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচনকারী দেশের প্রথম এআই প্রযুক্তিনির্ভর স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চ্যানেল এস-এর গৌরবময় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
চ্যানেল এস চট্টগ্রাম বিভাগীয় অফিসের উদ্যোগে আয়োজিত এ বর্ষপূর্তি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২৭ জানুয়ারি ২০২৬, বিকাল ৫টায়, চট্টগ্রামের চন্দনপুরস্থ সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে।
বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিক কেক কাটা, গুণিজন সম্মাননা প্রদান, মিলনমেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস পরিবারের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব জামাল এইচ পান্না।
এ সময় তিনি চট্টগ্রামবাসীর জন্য “আমার চট্টগ্রাম” নামে একটি নতুন সংবাদ ও বিনোদনভিত্তিক কার্যক্রম চালুর ঘোষণা দেন।
চ্যানেল এস এর আবাসিক সম্পাদক মুনীর চৌধুরী সভাপতিত্বে
অনুষ্ঠানে সাংবাদিকতা, শিক্ষা, মানবকল্যাণ, রাজনীতি, চিকিৎসা, মানবাধিকার ও সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
বিশেষ সম্মাননায় ভূষিত ব্যক্তিবর্গ হলেন—
ওসমান গনি মনসুর, সাংবাদিকতা, শিক্ষা ও মানবকল্যাণে অসামান্য অবদানের জন্য;
হাসান আকবর, চিফ রিপোর্টার, দৈনিক আজাদী—সাংবাদিকতা, সাহিত্য ও ভ্রমণকাহিনীতে বিশেষ অবদানের জন্য;
আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া, আহবায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি—পরিচ্ছন্ন রাজনীতি ও মানবিক কর্মকাণ্ডে অবদানের জন্য;
ডা. কামরুন নাহার দস্তগীর—চিকিৎসা, শিক্ষা ও মানবতায় অনন্য অবদানের জন্য;
এডভোকেট এ. এম. জিয়া হাবীব আহসান, মহাসচিব, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (BHRF)—আইন ও মানবাধিকার ক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের জন্য।
এছাড়াও সম্মাননা প্রদান করা হয়,বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ,ওবায়দুল হক চৌধুরী রোকন সিআইপি,আলহাজ্ব নাজিম উদ্দিন, সদস্য, বিজিএমইএ এবং মোহাম্মদ শাহেদ, তরুণ উদ্যোক্তাকে।
সভায় বক্তারা বলেন, “সব কথা সবার কথা”—এই অঙ্গীকারকে ধারণ করে চ্যানেল এস ভবিষ্যতেও সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থক সাংবাদিকতায় আরও একধাপ এগিয়ে যাবে।