ঘৃণ্য রাজনৈতিক প্রতিহিংসার শিকার -আব্দুল হালিম মোল্লা

প্রতিটি পেশায় যেমন প্রতিযোগিতা আছে ঠিক তেমনি রাজনৈতিক মাঠে প্রতিযোগিতা আছে। গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব (সদ্য বহিষ্কৃত)আব্দুল হালিম মোল্লা ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে।১৬-১৭বছর রাজনৈতিক জীবনে বহু হামলা মামলা শিকার।
বিগত আওয়ামিলীগ সরকারের সময় ক্রস ফায়ারের তালিকা থেকে ও তার নাম বাদ যায়নি। মহান আল্লাহর অশেষ কৃপায় তিনি আজও জীবিত আছেন।
২৮অক্টোবর ২০২৩ইং এর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন অবরোধ, হরতাল সহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ডাক দেয় তখন হালিম মোল্লা রাজপথে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার এই নেতৃত্বে হিংসাপরায়ণ হয়ে একটি গ্রুপ তার নামে মিথ্যা সংবাদ প্রচার করে। এই গ্রুপ দলের প্রয়োজনে আন্দোলন সময় সক্রিয় ছিলো না।
মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সবধিক বিবেচনা করে বিএনপির সর্বোচ্চ মহলের প্রতি আকুল আবেদন জানিয়েছেন বহিস্কার আদেশ প্রত্যাহার করে আব্দুল হালিম মোল্লা কে দলের জন্য কাজ করার সুযোগ করে দিবে এই প্রত্যাশা গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীর।