ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসা: রেজাল্টে শ্রেষ্ঠ, অবকাঠামোয় পিছিয়ে

খুলনার কয়রা উপজেলার অন্যতম প্রাচীন ও খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসা।১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি দীর্ঘদিন ধরেই লেখাপড়ার মান ও রেজাল্টে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। প্রতিবছরই প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার লাভ করে আসছে। সর্বশেষ পরীক্ষায় শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা।
বর্তমানে মাদ্রাসাটিতে ১১০০+-এর বেশি ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। অথচ, এত বড় শিক্ষার্থীসংখ্যার জন্য নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ, নিরাপদ খাবার পানির ব্যবস্থা ও স্বাস্থ্যসম্মত টয়লেট। এমনকি একটি আধুনিক শ্রেণিকক্ষ ভবন বা প্রশাসনিক ভবনও দৃশ্যমান নয়।
দীর্ঘ ৭০ বছরের অধিক সময় ধরে প্রতিষ্ঠানটি এলাকা ও উপজেলার শিক্ষাক্ষেত্রে অবদান রেখে চললেও অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া প্রায় নেই বললেই চলে। শিক্ষার্থীদের অনেক সময় ভাঙাচোরা কক্ষে, এমনকি খোলা জায়গায় ক্লাস করতে হয়। এতে একদিকে যেমন পাঠদানে বিঘ্ন ঘটে, তেমনি শিক্ষার্থীদের মনোযোগ ও স্বাচ্ছন্দ্যও ব্যাহত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মাওলানা সুজাউদ্দীন বলেন, মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের জন্য বহুবার আবেদন করলেও তেমন কোনও কার্যকর সহযোগিতা পাওয়া যায়নি।তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারসহ জনপ্রতিনিধিদের কাছে দ্রুত একটি বহুতল ভবন, টয়লেট, বিশুদ্ধ পানি এবং শিক্ষার্থীদের উপযোগী পরিবেশ নিশ্চিতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন
একটি শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসা শুধু কয়রা নয়, গোটা উপকূলীয় অঞ্চলের জন্য একটি গর্বের নাম। তাই এখন প্রয়োজন উন্নয়নের সুদৃষ্টি ও দ্রুত কার্যকর পদক্ষেপ।