গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে এর চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ সম্পন্ন

আজ অত্যন্ত আনন্দঘন পরিবেশে ইস্ট লন্ডনের ড্যাগেনহাম পার্ক লেজার সেন্টারে আমাদের সংগঠন “গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে” কর্তৃক আয়োজিত চ্যারিটি ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।
২৮টি টিমের অংশগ্রহণে চমৎকার এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারপারসন জনাব এমদাদ আহমেদ, ট্রেজারার আব্দুল মুকিত নানু, এসিসটেন্ট ট্রেজারার শাহেদ মিয়া, কার্যনির্বাহী সদস্য পারভেজ আহমেদ, ট্রাস্টি আজাদ আলী, মাহবুব আহমেদ ও খছরু ইসলাম এবং সদস্য আব্দুল হান্নান, সলিসিটর ইমরান হোসেন ও কামরুল ইসলাম।টুর্নামেন্টের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যাডমিন্টন খেলোয়াড় জনাব আব্দুল্লাহ ।আরো উপস্থিত ছিলেন কামাল বাজার এলাকার জনাব শাহেদ চৌধুরী, রায়হান, রাজন। স্থানীয় ক্রীড়ামোদীদের উপস্থিতিতে খেলোয়াড়রা তাদের ক্রীড়ানৈপুন্য প্রদর্শনে উৎসাহিত হয়ে তাদের বেস্ট পারফরম্যান্স প্রদর্শন করেন ।
খেলায় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন শাহজাহান ও জসিম জুটি এবং রানার্সআপ হন শাহেদ এবং সুফল জুটি। তৃতীয় স্থান অর্জন করেন খায়রুল ও শেলু। চতুর্থ স্থান অর্জন করেন শাহিদুর ও সুমন।
সংগঠনের চেয়ারপারসন জনাব এমদাদ আহমেদ টুর্নামেন্টের সকল স্পন্সরদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন আপনাদের সহযোগিতা ব্যতিরেকে এধরনের অনুষ্ঠান আয়োজন অত্যন্ত কঠিন । সকল দর্শক, খেলোয়াড়, শুভাকাংখি , সংগঠনের সকল সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ।