থানা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বটতলা এলাকা থেকে সন্দেহভাজন আসামি মো. আশিকুল শেখ ওরফে ভাষাণ শেখকে (২৮) গ্রেপ্তার করা হয়। সে উপজেলার উত্তর চর পাঁচুরিয়া গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে। এর আগে গত ২৪ সেপ্টেম্বর বরাট বাজার এলাকা থেকে জনি মোল্লা (৩৪) নামের আরেক জনকে গ্রেপ্তার করে পুলিশ। সে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাঁচরন্দ গ্রামের কালাম মোল্লার ছেলে। তাদেরকে ৭ দিনের রিমান্ড আবেদন করে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার টার দিকে স্থানীয় কাটাখালী বাজারে চরমপন্থি সর্বহারা পার্টির নেতা সুশীল কুমার সরকারকে (৫৮) এলোপাথাড়ি কুপিয়ে ও গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায় অজ্ঞাত সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের মৃত মনি সরকারের ছেলে। নিহত সুশীল সরকারের বিরুদ্ধে তিনটি অস্ত্র ও দুটি হত্যা মামলা রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহম্মদ রাকিবুল ইসলাম জানান, ঘটনার পরদিন গত ২৩ সেপ্টেম্বর তারিখে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়। এরপর থেকে হত্যার রহস্য উদঘাটনে পুলিশ মাঠে নামে। এরই ধারাবাহিকতায় সন্দেহভাজন হিসেবে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে গ্রেপ্তার করতে সক্ষম হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।