London ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গুজরাটে গর্ত খুঁড়তে গিয়ে ২ নারীসহ ৯ শ্রমিক নিহত

ভারতের গুজরাটে নির্মাণাধীন একটি স্টেইনলেস স্টিল কারখানায় গর্ত খুঁড়তে গিয়ে মাটি চাপা পড়ে নয় শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারীও আছেন। আহত হয়েছেন আরও একজন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (১২ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।এনডিটিভি জানায়, স্থানীয় সময় শনিবার গুজরাটের মেহসানা জেলার কাদি শহরের কাছে একটি স্টেইনলেস স্টিল কারখানা নির্মাণের সময় মাটি চাপা পড়ে দুই নারীসহ নয় জন শ্রমিক নিহত হয়েছেন। খননের সময় নির্মাণস্থলের দেওয়াল ভেঙে পড়ে। এতে করে সেখানে কাজ করা বেশ কয়েকজন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন বলে জানিয়েছে পুলিশ।

কাদি থানার পরিদর্শক প্রহলাদসিন ভাঘেলা বলেন, ‘ঘটনার সময় শ্রমিকেরা জাসলপুর গ্রামে একটি ট্যাংকের জন্য ১৬ ফুট গভীর গর্ত খুঁড়ছিলেন। ফায়ার সার্ভিস, পুলিশ এবং শ্রমিকদের দল মিলে প্রায় দুই ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালায়। এরপর মাটির স্তূপ থেকে ৯টি মরদেহ বের করা হয়। এ সময় একজনকেজীবিত উদ্ধার করা হয়েছে।’

মৃতদের অধিকাংশের বাড়ি দাহোদের, আর তিনজনের বাড়ি রাজস্থানে। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ভাঘেলা। তারা স্টিলিনক্স স্টেইনলেস প্রাইভেট লিমিটেডের সাইটে নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন।

মর্মান্তিক এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি “অত্যন্ত দুঃখজনক”।

মোদি বলেছেন, “গুজরাটের মেহসানায় দেয়াল ধসে যে দুর্ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। যারা এতে তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা। সৃষ্টিকর্তা যেন তাদের এই যন্ত্রণা সহ্য করার শক্তি দেন। এর সাথে সাথে আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে নিয়োজিত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৪:৪২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
৩৬
Translate »

গুজরাটে গর্ত খুঁড়তে গিয়ে ২ নারীসহ ৯ শ্রমিক নিহত

আপডেট : ০৪:৪২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

ভারতের গুজরাটে নির্মাণাধীন একটি স্টেইনলেস স্টিল কারখানায় গর্ত খুঁড়তে গিয়ে মাটি চাপা পড়ে নয় শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারীও আছেন। আহত হয়েছেন আরও একজন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (১২ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।এনডিটিভি জানায়, স্থানীয় সময় শনিবার গুজরাটের মেহসানা জেলার কাদি শহরের কাছে একটি স্টেইনলেস স্টিল কারখানা নির্মাণের সময় মাটি চাপা পড়ে দুই নারীসহ নয় জন শ্রমিক নিহত হয়েছেন। খননের সময় নির্মাণস্থলের দেওয়াল ভেঙে পড়ে। এতে করে সেখানে কাজ করা বেশ কয়েকজন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন বলে জানিয়েছে পুলিশ।

কাদি থানার পরিদর্শক প্রহলাদসিন ভাঘেলা বলেন, ‘ঘটনার সময় শ্রমিকেরা জাসলপুর গ্রামে একটি ট্যাংকের জন্য ১৬ ফুট গভীর গর্ত খুঁড়ছিলেন। ফায়ার সার্ভিস, পুলিশ এবং শ্রমিকদের দল মিলে প্রায় দুই ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালায়। এরপর মাটির স্তূপ থেকে ৯টি মরদেহ বের করা হয়। এ সময় একজনকেজীবিত উদ্ধার করা হয়েছে।’

মৃতদের অধিকাংশের বাড়ি দাহোদের, আর তিনজনের বাড়ি রাজস্থানে। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ভাঘেলা। তারা স্টিলিনক্স স্টেইনলেস প্রাইভেট লিমিটেডের সাইটে নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন।

মর্মান্তিক এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি “অত্যন্ত দুঃখজনক”।

মোদি বলেছেন, “গুজরাটের মেহসানায় দেয়াল ধসে যে দুর্ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। যারা এতে তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা। সৃষ্টিকর্তা যেন তাদের এই যন্ত্রণা সহ্য করার শক্তি দেন। এর সাথে সাথে আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে নিয়োজিত রয়েছে।