গাজীপুরে সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে রাণীনগরে সাংবাদিকদের মানববন্ধন

রাজধানীর গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা ও আরেক সাংবাদিক আনোয়ার হোসেনের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা। রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর এলাকায় নওগাঁ জেলার রাণীনগর উপজেলার সকল সাংবাদিকদের সম্মিলিত ব্যানারে রহিদুল ইসলাম রাইপের সঞ্চালনায় রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে শুরু করা হয় এই মানববন্ধন।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন,দৈনিক করতোয়ার রাণীনগর প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলাম, ওহিদুল ইসলাম মিলন, আব্দুর রউফ রিপন,সাহাজুল ইসলাম, সুকমল কুমার প্রামানিক,মামুনুর রশিদ,আওরঙ্গজেব হোসেন রাব্বি প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ রায়হান আলী,আরিফ হোসেন, আব্দুল মালেকসহ উপজেলায় কর্মরত ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ায় কর্মরত পেশাজীবী সাংবাদিকরা।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন, আমরা জনগণের কাছে সত্য তথ্য তুলে ধরি কিন্তু আজ আমাদের উপর নির্বিচারে এসব হত্যা,গুম,খুন আর নিপীড়নের কারণে আজ এ পেশা মরণ পেশায় পরিণত হয়েছে।
এ সময় গাজিপুরের সাংবাদিক হত্যা ও আরেক সাংবাদিক হত্যা চেষ্টার ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে সাংবাদিক সুরক্ষা আইন নিশ্চিতের আহ্বান জানান বিক্ষুব্ধ সাংবাদিকরা।
এ সময় সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনায় আক্ষেপ প্রকাশ করে দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলাম বলেন,আমরা গণমাধ্যম কর্মী সত্য তুলে ধরাই আমাদের কাজ কিন্তু আজ আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেয়া হচ্ছে। এ সময় গাজীপুরে নিহত সাংবাদিক হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করার দাবি জানিয়ে সারা দেশের সংবাদ কর্মীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান তিনি।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় সুশৃঙ্খলভাবে সমাপ্ত হয় প্রতিবাদ সমাবেশ ।