গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। টিএনজেড গ্রুপের প্রতিষ্ঠান এ্যাপারেল প্লাস লিমিটেড কারখানার শ্রমিকরা টানা সাড়ে ৫ ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে শ্রমিকরা আন্দোলনে নামেন। এখনও চলছে তাদের আন্দোলন। উভয়পাশের সড়ক বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে স্থবির হয়ে যায় মহাসড়কের যান চলাচল। তীব্র যানজটে আটকা পড়ে আছে হাজার হাজার যানবাহন। সীমাহীন দুর্ভোগে পড়েছেন এ পথের যাত্রীরা।
শ্রমিকরা জানান, তৈরি পোশাক উৎপাদনকারী টিএনজেড গ্রুপের প্রতিষ্ঠান এ্যাপারেল প্লাস লিমিটেড কারখানার শ্রমিকরা গত জুলাই মাসের ১৬ তারিখ পর্যন্ত প্রতিষ্ঠানটিতে কাজ করেন। ১৭ তারিখ বিনা নোটিশে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। পরদিন জুন মাসের বকেয়া বেতন পরিশোধ করলেও জুলাই মাসের শ্রমিকদের বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। পরে কলকারখানা অধিদপ্তরের মালিক, শ্রমিক ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে ২৬ সেপ্টেম্বর বকেয়া বেতন পরিশোধের তারিখ নির্ধারণ করা হয়। তবে সেদিনও কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করতে ব্যর্থ হলে সোমবার সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা ফের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য প্রশাসন কাজ করছে বলে জানান, বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।