গাইনি রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে আলোক হেলথকেয়ার লিমিটেড। শুক্রবার রাজধানীর মিরপুর ১০ নম্বরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ ক্যাম্প।
আলোক হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেনের সামাজিক ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় হাসপাতালটির সংযোজন গাইনি অনকোলজি সেন্টারের পক্ষ থেকে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। ক্যাম্পটি পরিচালনা করবেন স্ত্রীরোগ, প্রসূতি ও ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন ডা. তাসলিমা নিগার।
ফ্রি রেজিস্ট্রেশন করতে ১০৬৭২ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।