গরম ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
আজ ৮ আশ্বিন। সোমবার। অল্প অল্প করে বিদায় নিচ্ছে শরৎ ঋতু। এরপর ধীরে ধীরে আসবে শীত। তবে গত কয়েক দিন দেশের বেশির ভাগ অঞ্চলে বইছিল মৃদু তাপপ্রবাহ। গরমে অতিষ্ট ছিল জনজীবন। এমন অবস্থার মধ্যেই আজ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির কথা জানাল আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর সূত্রমতে, নিম্নচাপের পরে গত কয়েক দিন সারাদেশে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। গরমে অতিষ্ট ছিল জনজীবন। বর্ষার শেষ সময়ের এই প্রচণ্ড গরম ছিল অনেকটা অস্বাভাবিক। আর সপ্তাহ দুয়েক পরে সারাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নেবে। এরপর মৌসুমি বায়ু শক্তিশালী হয়ে আকাশে মেঘ বেড়ে যাবে। তাপমাত্রাও কমে আসবে।
আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সমকালকে বলেন, পশ্চিম মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে ইতোমধ্যেই দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি আগামীকাল আরও বিস্তৃত হবে। আস্তে আস্তে সারা দেশে ছড়িয়ে পড়বে। এটি সেপ্টেম্বরের শেষ পর্যন্ত চলতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আরও বলেন, বৃষ্টি হলে তাপমাত্রা কমে আসবে। এরপর শীতের প্রভাব পড়তে শুরু হবে।