গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলফাডাঙ্গা’য় জামায়াতে ইসলামীর বিজয় র্যালি

৫ আগষ্ট (২০২৪) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের বর্ষপূর্তি দিবস উপলক্ষে আলফাডাঙ্গা’য় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয় মিছিল, র্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগষ্ট) বিকাল ৫:৩০ ঘটিকায় আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বাজারের মেইন সড়ক প্রদক্ষিণ করে তীব্র বৃষ্টি উপেক্ষা করে, বিভিন্ন স্লোগান নিয়ে সামনে এগিয়ে যায়। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে চৌরাস্তায় অবস্থান করে।
উক্ত বিজয় মিছিল ও আলোচনা সভায় মাওঃ কামাল হুসাইনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি এস এম হাফিজুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর আমীর প্রভাষক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সেক্রেটারী এস এম রিদওয়ানুন্নবী,
এসময় বক্তাগণ বলেন, আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি, বিগত দিনে আমরা জুলুম নির্যাতন, খু*ন, গুম হয়েছি, ফ্যাসিস্ট হাসিনার আমলে আমাদের মূলোৎপাটন করতে চেয়েছিলো, কিন্তু আল্লাহর রহমতে আমরা শহীদের রক্ত হাতে মেখে প্রবল শক্তি সঞ্চয় করে নতুন উদ্যোমে আবারো ময়দানে অবতীর্ণ হয়েছি। আমাদেরকে আপনাদের মাঝে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সেইদিন আমরা পিছে ফেলে আসছি, ইনশাআল্লাহ আমরা আগামীতে সংসদে যাব, আল্লাহর আইন বাস্তবায়ন না করা অবধি আমরা ঘরে ফিরব না।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর সেক্রেটারি মু. মোঃ মিকাইল হোসেন কুবাদ, উপজেলা যুববিভাগের সভাপতি মু. মনিরুজ্জামান, শ্রমিক বিভাগের সভাপতি এস এম জিয়াউল হাসান, ছাত্রশিবির এর দায়িত্বশীল মু. জাবেদ হোসেন, ছাত্রশিবির এর সভাপতি হাফেজ মোহাম্মদ মুয়াজ হোসেন সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উলামা বিভাগের সভাপতি, মাওঃ আবুল হাসানের শহীদ ও দেশবাসীর প্রতি বিশেষ দোয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।