সিরাজগঞ্জ রায়পুর ফুটবল ক্লাবের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচে বিবাহিত একাদশ ২-০ গোলে অবিবাহিত একাদশকে পরাজিত করেছে। শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৪টায় সরকারি শিশু পরিবার মাঠে এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এই বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
ম্যাচের শুরু থেকেই বিবাহিত এবং অবিবাহিত উভয় দলই আক্রমণাত্মক খেলা উপহার দেয়। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও কোনো দলই গোল করতে সক্ষম হয়নি। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে বিবাহিত একাদশ পরপর দুটি গোল করে দলের বিজয় নিশ্চিত করে। খেলার মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং তাদের চিৎকারে পুরো মাঠ মুখরিত ছিল।
অতিথিদের বক্তব্য ও পুরস্কার বিতরণী খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা মোস্তফা জামান বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। আজকের এই আয়োজন প্রমাণ করে যে, সিরাজগঞ্জের মানুষ খেলাধুলাকে কতটা ভালোবাসে। এই ধরনের আয়োজন পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন সুন্দর আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আসলাম উদ্দিন, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু এবং সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, সিরাজগঞ্জ পৌর বিএনপি নেতা মোঃ শহিদুল ইসলাম, ধানবান্ধি ১০ নং ওয়ার্ড বিএনপি'র সহ-সভাপতি শফিকুল ইসলাম।
এছাড়াও, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, ইসলামীয় সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিসান সরদার, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সেজান সরদার, পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, সাবেক পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাকির হোসেন এবং ১৩ নং ওয়ার্ড বিএনপির নেতা সেজাব শিকদার ও সেলিম শিকদার এবং ১৩ নং ওয়ার্ড জাসাসের সভাপতি নয়ন ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সবশেষে, প্রধান অতিথি বিজয়ী দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন এবং রানার্সআপ দলকেও শুভেচ্ছা জানান।