London ০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

খাসজমি দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

কু‌ড়িগ্রামের উলিপুরে চরের (খাস) জমি দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এঘটনায় মো. দরবেশ আলী (৫২) নামের একজন নিহত হয়েছেন।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার দলদ‌লিয়া ইউনিয়নের কর্পূরার চরে এ ঘটনা ঘটে। নিহত দরবেশ আলী থেতরাই ইউনিয়নের সিপার আকন্দের ছেলে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

 

স্থানীয়দের বরাত দিয়ে পু‌লিশ জানায়, দলদ‌লিয়া ইউনিয়নের কর্পূরায় প্রায় ২০০ একর চর (খাস জমি) নিয়ে পার্শ্ববর্তী রংপুরের পীরগাছা উপ‌জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সবুর মিয়া ও পীরগাছা সদর ইউনিয়নের আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মো. ইসমাইল হোসেনের বিরোধ চলছিল। কয়েক‌দিন আগেও দুই গ্রুপের মারামা‌রি হয়। এরই জেরে দুপুরে চর দখলের চেষ্টা করলে দুই গ্রুপের মধ্যে সংঘ‌র্ষ হয়। এতে সবুর গ্রুপের সদস্য দর‌বেশ আলী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত আরও দশজন আহত হয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান মিয়া জানান, চর‌টি প্রায় ২০০ একর বিস্তীর্ণ, এটি মূলত খাসের (সরকা‌রি)। প্রতি বছর চর‌টিকে ঘিরে আওয়ামী লীগের সবুর ও ইসমাইল দুই গ্রুপের সং‌ঘর্ষ হয়। আজও চর দখলকে কেন্দ্রে করে উপয়পক্ষের সংঘর্ষে সবুর গ্রুপের দরবে‌শ আলী নিহত হয়ে‌ছে। তিনি সবুরের খা‌লাতো ভাই।

ও‌সি জিল্লুর রহমান বলেন, সুরতহাল রিপোর্ট করে ময়নাত‌দন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি চলছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৩:০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
১৩
Translate »

খাসজমি দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১

আপডেট : ০৩:০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

কু‌ড়িগ্রামের উলিপুরে চরের (খাস) জমি দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এঘটনায় মো. দরবেশ আলী (৫২) নামের একজন নিহত হয়েছেন।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার দলদ‌লিয়া ইউনিয়নের কর্পূরার চরে এ ঘটনা ঘটে। নিহত দরবেশ আলী থেতরাই ইউনিয়নের সিপার আকন্দের ছেলে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

 

স্থানীয়দের বরাত দিয়ে পু‌লিশ জানায়, দলদ‌লিয়া ইউনিয়নের কর্পূরায় প্রায় ২০০ একর চর (খাস জমি) নিয়ে পার্শ্ববর্তী রংপুরের পীরগাছা উপ‌জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সবুর মিয়া ও পীরগাছা সদর ইউনিয়নের আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মো. ইসমাইল হোসেনের বিরোধ চলছিল। কয়েক‌দিন আগেও দুই গ্রুপের মারামা‌রি হয়। এরই জেরে দুপুরে চর দখলের চেষ্টা করলে দুই গ্রুপের মধ্যে সংঘ‌র্ষ হয়। এতে সবুর গ্রুপের সদস্য দর‌বেশ আলী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত আরও দশজন আহত হয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান মিয়া জানান, চর‌টি প্রায় ২০০ একর বিস্তীর্ণ, এটি মূলত খাসের (সরকা‌রি)। প্রতি বছর চর‌টিকে ঘিরে আওয়ামী লীগের সবুর ও ইসমাইল দুই গ্রুপের সং‌ঘর্ষ হয়। আজও চর দখলকে কেন্দ্রে করে উপয়পক্ষের সংঘর্ষে সবুর গ্রুপের দরবে‌শ আলী নিহত হয়ে‌ছে। তিনি সবুরের খা‌লাতো ভাই।

ও‌সি জিল্লুর রহমান বলেন, সুরতহাল রিপোর্ট করে ময়নাত‌দন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি চলছে।