খালেদা জিয়া ও জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

বিএনপির প্রয়াত চেয়ারপারসন, গণতন্ত্রের মা খ্যাত আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি মোঃ সোহাগ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম সৈকত, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজীব, আবু সুফিয়ান সরকারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। মোনাজাত পরিচালনা করেন সহ-দপ্তর সম্পাদক হাফেজ কারী আমান হোসাইন।
প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ২০২৫ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। ছাত্রদল নেতাকর্মীরা এ দোয়া মাহফিলে প্রিয় নেত্রীর আত্মার শান্তি কামনা করেন




















