বৃহষ্পতিবার(৬ নভেম্বর) বিকাল ৪ টায় ডিসি স্কয়ার মাঠে ফিতা কেটে ও বেলুন ফেস্টুন উড়েয়ে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর প্রশাসক ( উপ-সচিব) জুয়েল রানা।
এ মেলা উদ্বোধন উপলক্ষে ডিসি মঞ্চে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মাসুদ উল আলম এর সভাপতিত্বে ও কেজি স্কুলের শিক্ষিকা সোনা মনির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক ( উপ-সচিব) জুয়েল রানা।
স্বাগত বক্তব্য রাখেন বিসিক পটুয়াখালীর সহকারি মহাব্যবস্থাপক মোঃ আলমগীর শিকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) অপু সরোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) তারেক হাওলাদার। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার নুসরাত জাহান এথিনা। মেলায় স্থানীয় অর্ধশতাধিক উদ্যোক্তা স্টল স্থাপন করে স্থানীয় পর্যায় তৈরী হরেক রকমের পণ্যের পশরা সাজিয়েছে। প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করে উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে উৎসাহিত করেন।
জেলা প্রশাসন ও বিসিক এর আয়োজিত এ মেলায় আয়োজন করা হয়েছে স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।